থাইরয়েড গ্রন্থি কীভাবে কাজ করে এবং এটি যে হরমোন তৈরি করে সে সম্পর্কে প্রাথমিক ধারণা থাকলে আপনি যখন আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর কাছে যান তখন সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করাটা সহজ হয়ে যায়। এছাড়া এটি আপনাকে সেই রহস্যময় উপসর্গগুলির ব্যখ্যা দিতে সক্ষম যা হয়তো আপনি এতোদিন ধরে অনুভব করছেন কিন্তু কোথায় থেকে আসছে তা হদিস করতে পারছেন না।
থাইরয়েড একটি অন্তক্ষরা গ্রন্থি। থাইরয়েড ৩প্রকার হরমোন উৎপাদন করে। প্রধান দুটি হরমোন হল ট্রাইআয়োডোথাইরোনিন (T3) এবং থাইরক্সিন (T4)।
হাইপোথ্যালামাস ( মধ্য মস্তিষ্কে অব) এবং পিটুইটারি গ্রন্থি ( মাথার খুলির গোড়ায় অবস্থিত একটি মটর আকারের গ্রন্থি) উভয় থেকেই থাইরয়েড গ্রন্থি তার দিকনির্দেশনা পায় । প্রথমত: হাইপোথ্যালামাস থাইরোট্রপিন-রিলিজিং হরমোন নামে একটি হরমোন নিঃসরণ করে। এই হরমোনটি পিটুইটারি গ্রন্থিকে থাইরয়েড উদ্দীপক হরমোন (TSH) নামক একটি হরমোন তৈরি করতে নির্দেশ করে। TSH তখন থাইরয়েড গ্রন্থিকে T4 এবং T3 হরমোন নির্গত করতে সাহায্য করে। সুতরাং, যদি রক্তে T3 এবং T4 এর মাত্রা খুব কম হয় তবে পিটুইটারি গ্রন্থি আরও বেশি TSH নিঃসরণ করবে। যদি এদের মাত্রা খুব বেশি হয়, তাহলে গ্রন্থিটি কম TSH নিঃসরণ করবে।
থাইরক্সিন (T4) একটি প্রোহরমোন। পূর্ণশক্তিতে কাজ করবার জন্য একে ট্রাইআয়োডোথাইরোনিন (T3) পরিনত হতে হয়। রক্তে T3 অপেক্ষা T4 এর স্থায়ীত্বকাল বেশি। থাইরয়েড গ্রস্থি অপেক্ষাকৃত বেশি পরিমান T4 এবং কম পরিমান T3 উৎপাদন করে। লিভার, কিডনি এবং অন্যান্য টিস্যু সহ সারা শরীরের কোষে T4 এর রিসেপ্টর আছে। T4 হরমোন থাইরয়েড গ্রস্থি হতে নিঃসৃত হওয়ার পর সারা শরীরের কোষে প্রবেশ করে। এসব কোষে এটি T3 হরমোন এ রুপান্তিত হয় এবং মেটাবলিজম এ সাহায্য করে। তবে, T3 তে রূপান্তরিত হওয়ার আগে T4 এর শরীরে কিছু প্রভাব রয়েছে।
T4 এবং T3 শারীরবৃত্তীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার সাথে জড়িত, যার মধ্যে রয়েছে:
শরীরের খাবার থেকে শক্তি উৎপদন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করা (বিপাক)
শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ
হৃদস্পন্দন এবং রক্তচাপ নিয়ন্ত্রণ
লাল রক্ত কোষ উৎপাদনকে উদ্দীপিত করা
হাড়, পেশী এবং অন্যান্য টিস্যুগুলির বৃদ্ধি এবং বিকাশে সহায়তা করা
স্বাস্থ্যকর ত্বক এবং চুল বজায় রাখা
হজম ক্ষমতা নিয়ন্ত্রণ
প্রজনন স্বাস্থ্য ঠিক রাখা
থাইরয়েড গ্রন্থি যখন অত্যধিক সক্রিয় থাকে তখন খুব বেশি পরিমান থাইরয়েড হরমোন অর্থাৎ T4 এবং T3 নিঃসৃত করে। এ অবস্থাকে হাইপারথাইরয়েডিজম বলে। বিভিন্ন কারণে হাইপারথাইরয়েডিজম হতে পারে। থাইরয়েড গ্রন্থি যখন পূর্ণ ক্ষতায় কাজ করতে পারে না তখন খুব কম থাইরয়েড হরমোন তৈরি হয়। এ অবস্থাকে হাইপোথাইরয়েডিজম বলে। বিভিন্ন কারণে হাইপোথাইরয়েডিজম হতে পারে।
যখন আপনার খুব বেশি T3 বা T4 থাকে, তখন নিচের লক্ষণগুলি থাকতে পারে:
দুশ্চিন্তা
খিটখিটে মেজাজ
অতি কর্মচাঞ্চল্য
চুল পরা
অনিয়মিত পিরিয়ড
শরীরে কাপুনি আসা
ঘাম
রক্তে অতিরিক্ত বিছিন্ন T4 এবং সেই সাথে কম TSH মাত্রা – হাইপারথাইরয়েডিজম নির্দেশ করে।
যখন খুব কম T3 বা T4 থাকে, তখন নিচের লক্ষণগুলি থাকতে পারে:
ওজন বৃদ্ধি
ভুলে যাওয়া
অলসতা
ক্লান্তি
কোষ্ঠকাঠিন্য
শুষ্ক ত্বক
এখানে মনে রাখতে হবে যে, আপনার যদি থাইরয়েড রোগ থাকে তবে এই উপসর্গগুলির সবগুলো যে আপনার মধ্যে থাকবে এমনটা নয়। এমনকি আপনার একটিও উপসর্গ না থাকতে পারে। কারণ ব্যক্তিভেদে উপসর্গের তফাৎ দেখা যায়।
যদি রক্তে খুব বেশি TSH থাকে, তাহলে এর অর্থ হতে পারে আপনার থাইরয়েড গ্রন্থি যথেষ্ট T3 বা T4 তৈরি করছে না। TSH থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করার কথা – কিন্তু যদি থাইরয়েড গ্রন্থি তাতে সাড়া না দেয়, তাহলে রক্তে খুব বেশি TSH থাকবে।
আর,TSH এর মাত্রা খুব কম হলে, এর মানে হতে পারে যে থাইরয়েড গ্রন্থি খুব বেশি থাইরয়েড হরমোন তৈরি করছে। এই অত্যধিক থাইরয়েড হরমোনের উপস্থিতির কারণে পিটুইটারী গ্রন্থি খুব কম পরিমান TSH উৎপাদন করছে।