ব্রোকেন হার্ট সিনড্রোমের উপসর্গগুলো অনেকটা হার্ট অ্যাটাকের মতো, যদিও এটি হার্ট অ্যাটাকের মতো বিপজ্জনক নয়। অনেক সময় বিষয়টা হার্ট অ্যাটাক নাকি ব্রোকেন হার্ট সিনড্রোম তা বোঝার উপায় থাকে না। যেমনÑ
- বুকে তীক্ষè ব্যথা,
- শ্বাস-প্রশ্বাসে কষ্ট,
- ঘাম হওয়া,
- মাথা ঘোরা,
- দুর্বলতা ,
- বুক ধড়ফড় করা ইত্যাদি।
হঠাৎ পাওয়া কোনো মানসিক চাপ বা শারীরিক চাপ থেকে এটি দেখা দিতে পারে। যেমনÑ - প্রিয়জন মারা যাওয়া,
- পারিবারিক অশান্তি,
- চাকরি যাওয়া বা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়া,
- সম্পর্ক ভেঙে যাওয়া,
- বিস্ময়কর কিছু ঘটা,
- অভাবনীয় ভালো কোনো খবর শোনা,
- অ্যাজমা আক্রান্ত বা শরীরে অস্ত্রোপচার হওয়া।
এসব ক্ষেত্রে হঠাৎ করে বেড়ে যাওয়া অ্যাড্রিনালিন এবং অন্যান্য হরমোন হার্টের একটি অংশকে সাময়িক বিকল করে ফেলে। এতে হার্টের পাম্প করার ক্ষমতা দুর্বল হয়ে যায় এবং রোগী উপরোক্ত লক্ষণগুলো অনুভব করে। এটি ঠিক হতে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ সময় লাগে। এতে হার্টের স্থায়ী কোনো ক্ষতি হয় না। যেকোনো বয়সের যে কারো এটি দেখা দিতে পারে, তবে মেয়েদের ক্ষেত্রে বেশি দেখা যায় আর একই ব্যক্তির ক্ষেত্রে বারবার দেখা যায় না।